বাংলা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Bengali GK Questions and Answers 2025 - পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ@freebengaligk
আপনি কি WBP, SSC, RRB, বা WBCS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? সফলতার জন্য নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সফলতার জন্যই আমরা প্রতিদিনের MCQ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করছি, যা আপনাকে আপনার প্রস্তুতি আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
WBP, রেলওয়ে গ্রুপ D এবং SSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের বিশেষভাবে তৈরি বাংলা MCQ সেট দিয়ে প্রস্তুতি নিন। এই মাল্টিপল চয়েস প্রশ্নগুলি এমন বিষয়গুলি কভার করে যেমন সাধারণ জ্ঞান, বর্তমান ঘটনা, গণিত, যুক্তি, ইতিহাস, ভূগোল, রাজনীতি এবং বিজ্ঞান। প্রতিটি প্রশ্ন পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী তৈরি করা হয়েছে, যা আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে। এই MCQ অনুশীলন করে আপনার আত্মবিশ্বাস বাড়ান এবং সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করুন।
Bengali GK Questions and Answers 2025 - Set 1
ইতিহাস – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
-
প্রশ্ন: ভারতবর্ষে প্রথম যুদ্ধাভিযানকারী বিদেশি কে?
উত্তর: আলেকজান্ডার। -
প্রশ্ন: হর্ষবর্ধনের রাজধানী ছিল কোথায়?
উত্তর: কান্নৌজ। -
প্রশ্ন: প্রথম দিল্লি সুলতান ছিলেন কে?
উত্তর: কুতুবউদ্দিন আইবক। -
প্রশ্ন: 'তুহফা-ই-আলমগিরি' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: আওরঙ্গজেব। -
প্রশ্ন: পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৫২৬ খ্রিষ্টাব্দ। -
প্রশ্ন: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাবর। -
প্রশ্ন: চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে ভারত জয় করেন?
উত্তর: সেলিউকাস। -
প্রশ্ন: ইলাহাবাদ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৭৬৫ খ্রিষ্টাব্দ। -
প্রশ্ন: শের শাহ সূর কত বছর রাজত্ব করেন?
উত্তর: পাঁচ বছর। -
প্রশ্ন: কুইন ভিক্টোরিয়া কখন ভারতের সম্রাজ্ঞী হন?
উত্তর: ১৮৭৭ খ্রিষ্টাব্দ। -
প্রশ্ন: বিদ্যাসাগর কোন সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: বিধবা বিবাহ। -
প্রশ্ন: কালীদাস কোন রাজা’র সভাকবি ছিলেন?
উত্তর: সমুদ্রগুপ্ত। -
প্রশ্ন: 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা কে সম্পাদনা করতেন?
উত্তর: হরিশচন্দ্র মুখোপাধ্যায়। -
প্রশ্ন: 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানটি কে প্রচলন করেন?
উত্তর: ভগৎ সিং। -
প্রশ্ন: ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে?
উত্তর: ১৯৪২ সালের ৮ আগস্ট। -
প্রশ্ন: মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোথায় হয়?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়। -
প্রশ্ন: আকবরের নবরত্নদের মধ্যে ইতিহাসবিদ কে ছিলেন?
উত্তর: আবুল ফজল। -
প্রশ্ন: ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: ওয়ারেন হেস্টিংস। -
প্রশ্ন: 'রাজা' উপাধি কে প্রদান করেন?
উত্তর: রামমোহন রায়। -
প্রশ্ন: দাদা ভাই নওরোজি কোন অর্থনৈতিক তত্ত্বের জন্য পরিচিত?
উত্তর: নিঃসরণের তত্ত্ব। -
প্রশ্ন: সুভাষচন্দ্র বসু কোন সংগঠন গঠন করেন?
উত্তর: আজাদ হিন্দ ফৌজ। -
প্রশ্ন: 'অভিনব ভারত' কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: বিনায়ক দামোদর সাভারকার। -
প্রশ্ন: আলিগড় আন্দোলনের সূচনা করেন কে?
উত্তর: স্যর সৈয়দ আহমেদ খান। -
প্রশ্ন: সিপাহি বিদ্রোহ কবে শুরু হয়?
উত্তর: ১৮৫৭ খ্রিষ্টাব্দে। -
প্রশ্ন: কাকে 'ভারতের নেপোলিয়ন' বলা হয়?
উত্তর: সমুদ্রগুপ্ত। -
প্রশ্ন: দিল্লি দরবার প্রথম কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৭ খ্রিষ্টাব্দে। -
প্রশ্ন: ভারত ভাগের পরিকল্পনাকে কী বলা হয়?
উত্তর: মাউন্টব্যাটেন পরিকল্পনা। -
প্রশ্ন: ভাস্কর্য ও স্থাপত্যে বিখ্যাত ছিল কোন রাজবংশ?
উত্তর: চোল রাজবংশ। -
প্রশ্ন: খিলজী বংশের শ্রেষ্ঠ শাসক কে?
উত্তর: আলাউদ্দিন খিলজী। -
প্রশ্ন: বঙ্গভঙ্গ কবে হয়?
উত্তর: ১৯০৫ খ্রিষ্টাব্দে। -
প্রশ্ন: স্বদেশী আন্দোলনের সূচনা হয় কিসের প্রতিবাদে?
উত্তর: বঙ্গভঙ্গ। -
প্রশ্ন: 'ভারতীয় জাতীয় কংগ্রেস' প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮৮৫ খ্রিষ্টাব্দে। -
প্রশ্ন: গান্ধীজী 'দণ্ডি অভিযান' শুরু করেন কবে?
উত্তর: ১৯৩০ সালের ১২ মার্চ। -
প্রশ্ন: কবি তগরল কবে দিল্লি জয় করেন?
উত্তর: ১৩৯৮ খ্রিষ্টাব্দে। -
প্রশ্ন: 'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: চাণক্য (কৌটিল্য)। -
প্রশ্ন: খাজুরাহো মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল?
উত্তর: চন্দেল রাজবংশ। -
প্রশ্ন: মনু স্মৃতি কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা?
উত্তর: হিন্দু আইন। -
প্রশ্ন: ‘নবযুগ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সুভাষচন্দ্র বসু। -
প্রশ্ন: ‘বারানসী ষড়যন্ত্র মামলা’ কার বিরুদ্ধে হয়?
উত্তর: রাজগুরু ও ভগৎ সিং। -
প্রশ্ন: ভারত স্বাধীনতা লাভ করে কবে?
উত্তর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট। -
প্রশ্ন: মহাবীর জৈন ধর্মের কোন তীর্থঙ্কর?
উত্তর: ২৪তম। -
প্রশ্ন: বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গৌতম বুদ্ধ। -
প্রশ্ন: ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়?
উত্তর: সারনাথে। -
প্রশ্ন: মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায়?
উত্তর: পাটলিপুত্র। -
প্রশ্ন: তক্ষশীলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল?
উত্তর: বর্তমান পাকিস্তানে। -
প্রশ্ন: বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: রবার্ট ক্লাইভ। -
প্রশ্ন: টিপু সুলতান কোন রাজ্যের শাসক ছিলেন?
উত্তর: মহীশূর। -
প্রশ্ন: অশোক কোন ধর্ম গ্রহণ করেন?
উত্তর: বৌদ্ধ ধর্ম। -
প্রশ্ন: ভারতীয় সংবিধান কবে প্রণয়ন করা হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। -
প্রশ্ন: প্রথম মহিলা গবর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: সরোজিনী নাইডু (উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে)।
0 Comments